Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২০

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ বাদশা। সে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকের ছেলে। 

জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে, বিজিবি কেউ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার বাদশা তেলকুপি সীমান্ত এলাকায় গেলে ভারতের বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান বাদশা। তার মরদেহ বর্তমানে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান। 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে তেলকুপি সীমান্তে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডে কোনো মরদেহ পাওয়া যায়নি। সীমান্তের ভারতীয় অংশে যদি কেউ মারা যায়, সে বিষয়ে বিএসএফের কাছে জানতে চাওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়