Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২০

নালিতাবাড়ী সীমান্তে বুনো হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের গারো পাহাড় থেকে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৭ সেপ্টেম্বর)  সকালে উপজেলার কাটাবাড়ি এলাকায় হাতিটির মৃতদেহ পাওয়া গেছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে একটি মাদি বুনো হাতি অসুস্থ অবস্থায় কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ফল ও কাঠ বাগান সংলগ্ন স্থানে মরে পড়ে ছিল।

ভোরে এলাকাবাসী হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে অবহিত করে। পরে বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকদের নিয়ে আসে। 

বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বা দিকে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে বয়স জনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়