Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:১৪, ৮ সেপ্টেম্বর ২০২০

রাণীর কুঠি হবে নগর জাদুঘর

জেলার রাণীর কুঠিকে নগর জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাণীর কুঠিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে।

সোমবার বিকেল ৫টায় রাণীর কুঠি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. হান্নান মিয়া। পরিদর্শন শেষে রাণীর কুঠিকে নগর জাদুঘর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রত্নতত্ত্ব অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, সহকারী কাস্টডিয়ান সিয়াম চৌধুরী, সার্ভেয়ার চার্থথয়াই মার্মা ও নাট্য নির্দেশক শাহজাহান চৌধুরী।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. হান্নান মিয়া বাসসকে বলেন, রাণীর কুঠি নগর জাদুঘর হলে পর্যটন শিল্পে নতুন দিগন্ত সৃষ্টি হবে। সে লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে।

পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক উপমহাদেশে প্রখ্যাত সংগীতজ্ঞ শচিনদেব বর্মণের বাড়ি এবং সতেররত্ন মন্দির (জগন্নাথ মন্দির) পরিদর্শন করেন।

সরকারি তথ্য বাতায়ন জানায়, রাণীর কুঠি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী ধর্মসাগরের উত্তর পারে ছোটরা মৌজায় অবস্থিত। এটি তদানীন্তন মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রী বাসভবন হিসেবে ব্যবহার করতেন বলে জানা যায়। শতাধিক বছরের পুরোনো এই বাড়িটি তদানীন্তন ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশে বেশ পরিচিত। ২০০৯ সালের ২২ এপ্রিল প্রত্নসম্পদ আইন ১৯৬৮ এর ১০ ধারার (১) উপধারার ক্ষমতা বলে রাণীর কুঠিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়