ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম শরিফুল ইসলাম ওরফে খাটা মোহাম্মদ (৩০)। সে উপজেলার ছোট চড়ইগেতী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের ৩৮০/৮-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের ১৭১ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহত শরিফুলসহ আর কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের সঙ্গীরা তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক। তিনি জানান, শরিফুল নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ বেউরঝাড়ি বিওপির বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা-পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন