Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম শরিফুল ইসলাম ওরফে খাটা মোহাম্মদ (৩০)। সে উপজেলার ছোট চড়ইগেতী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের ৩৮০/৮-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের ১৭১ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। 

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহত শরিফুলসহ আর কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের সঙ্গীরা তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশে নিয়ে আসেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক। তিনি জানান, শরিফুল নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়।   

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ বেউরঝাড়ি বিওপির বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা-পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়