Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০

করোনায় প্রাণ হারালেন ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান

করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ঢাকা ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. এম. এ রশিদ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ বাদ আছর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

গত বছরের ২৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ড. এম. এ রশিদ সরকারকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ড. এম. এ রশিদ সরকার ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে কর্মরত ছিলেন। ঢাকা ওয়াসার পাশাপাশি তিনি এমআইএসটি’তে নিউক্লিয়ার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়