Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

ফেনী ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২০

ফেনী-চট্টগ্রাম রুটে আলাদা ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তরসহ ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব ঘোষণা দেন তিনি। 

এ সময় ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তর করা হবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, মানুষ একশ বছর পরও যাতে বলতে পারে ফেনীতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেল স্টেশন হয়েছে।

ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবির প্রেক্ষিতে নুরুল ইসলাম সুজন বলেন, টিকিট বাড়ানো সম্ভব। ঢাকায় গিয়ে এ ব্যাপারে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

পর্যায়ক্রমে সব রেল স্টেশনে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ সম্পন্ন করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, প্ল্যাটফর্মে টিকিট ছাড়া কেউ যাতে প্রবেশ করতে না পারে এজন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদীতে এরইমধ্যে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়