Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২০

নীলগিরিতে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেল

হোটেল ম্যারিয়টের নির্মাণ কাজ ও নকশা

হোটেল ম্যারিয়টের নির্মাণ কাজ ও নকশা

সৌন্দর্য্যে ঘেরা বান্দরবানের নীলগিরিতে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক। এরইমধ্যে শুরু হয়েছে নির্মাণ কাজ। ‘ম্যারিয়ট’ নামের এ হোটেলের মূল ভবনের সঙ্গে পর্যটকদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের সুবিধায় থাকছে ১২টি ভিলা ও আধুনিক কেবল কার।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকদার গ্রুপের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ডিভিশন, ৬৯তম ব্রিগেড সেনা কল্যাণ ট্রাস্ট এবং আরঅ্যান্ডআর হোল্ডিংস লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

ম্যারিয়ট হোটেলের অবস্থান বান্দরবান জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চিম্বুক-থানচি সড়কের পাশে। হোটেলের মূল ভবনের সঙ্গে পর্যটকদের জন্য ১২টি ভিলা, আধুনিক কেবল কারের পাশাপাশি থাকছে রাইড ও সুইমিং পুলসহ বিনোদনমূলক নানা ব্যবস্থা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়