Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২৩:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

উই কক্সবাজারস্থ নারী উদ্যোক্তাদের মিটআপ- ২০২০

'উই সাপোর্ট উই' এই স্লোগানকে ধারণ করে আজ কক্সবাজারে নারী উদ্যোক্তাদের নিয়ে হয়ে গেল উইমেন এন্ড ই-কমার্স গ্রুপের মিট-আপ ২০২০। ফেসবুক ভিত্তিক উইয়ের গ্রুপ ইতিমধ্যে সারাদেশেই উদ্যোক্তাদের মধ্যে সারা ফেলেছে। এই গ্রুপের মাধ্যেম অনলাইনে নারী উদ্যোক্তাদের কার্যক্রম বিস্তৃত পরিসরে যাত্রা শুরু করেছে যেখানে পিছিয়ে নেই আমাদের কক্সবাজারের নারী উদ্যোক্তারাও। 

মিট-আপ প্রোগ্রামের মূল কোর্ডিনেটর ছিলেন উন্নয়ন কর্মী ও উদ্যোক্তা মাহমুদা খাঁ। বেলা ১১ টায় কক্সবাজার লাবনী বীচে অনুষ্ঠিত হয়েছিল উদ্যোক্তাদের মিলনমেলা।

অনুরনন সিফাত এর সঞ্চালনায় আজকের মিট-আপ অনুষ্ঠান শুরু হয়। কেক কেটে আজকের মিট-আপ ২০২০ উদ্ধোধন করেন উই'য়ের প্রতিষ্টাতা ও প্রেসিডেন্ট এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি নাসিমা আক্তার নিশা।

একে একে কক্সবাজারের উদ্যোক্তাদের পরিচয় পর্ব এবং তাদের কাজ নিয়ে জানার পর বক্তব্য দেন ঢাকা থেকে আগত সুমাইয়া টেক এর চেয়ারম্যান রিপা আর জাহান, বক্তব্য রাখেন উই'য়ের এডভাইজার জাহানুর কবির সাকিব, ডিরেক্টর শেখ লিমা।

উই'য়ের কক্সবাজারস্থ মিট-আপ প্রোগ্রামের কোর্ডিনেটর মাহমুদা খাঁ, তিনি তার বক্তব্যে বলেন নারীর মুক্তির জন্য প্রধান কাজ হচ্ছে নারীর অর্থনৈতিক মুক্তি। উই নিঃসন্দেহে অনেক নারীকেই অনুপ্রেরণা জাগিয়ে যাচ্ছে। তিনি এও বলেন উদ্যোক্তাদের খেয়াল রাখতে হবে এবং জানতে হবে ব্যবসা কি এবং উদ্যোক্তা কি। শখের বসে দুই দিনের জন্য উদ্যোক্তা হলে চলবেনা, উদ্যোক্তা হতে হলে ধারাবাহিক ভাবে কাজে লেগে থাকতে হবে, প্রচুর পরিশ্রম করে যেতে হবে তাতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা যাবে।

এছাড়াও বক্তব্য রাখেন উই'য়ের প্রতিষ্টাতা প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা । নাসিমা আক্তার নিশা বলেন, আমরা চাই নারীর কাজের জগৎ বিস্তৃত হোক, আমাদের উই গ্রুপের মাধ্যমে যদি একজন ও উপকৃত হোন তাহলেই আমরা সার্থক। তিনি বলেন ইতিমধ্যে উই'য়ের মাধ্যেমে অনেক নারীই উপকৃত হয়েছেন। অনেকেই শূন্য থেকে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন আমরা বিভিন্ন ট্রেনিং করাচ্ছি যাতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং কাজের গুণগত মান বজায় থাকে।

নাসিমা আক্তার নিশা বলেন এখানকার উদ্যোক্তারাও আমাদের উই'য়ের ট্রেনিং নিশ্চয়ই পাবেন। সেজন্য তাদের ও কাজে লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। তিনি আরও বলেন উই'য়ের উদ্যোক্তারা যেন এগিয়ে যেতে পারে তার জন্য আমরা নানান ধরণের আন্তর্জাতিক এবং জাতীয় ট্রেনিং এবং ওয়ার্কশপ করাচ্ছি। এই ধরণের মিট আপের মাধ্যেমে উদ্যোক্তাদের মধ্যে অনেক নেটওয়ার্ক হয়। এবং এক ধরণের আন্তঃসম্পর্ক তৈরি হয়। যার মাধ্যমে তাদের উদ্যোগ আরও সুন্দর ভাবে সামনে বৃদ্ধি পেতে পারে। এ সময় বক্তব্য রাখেন উদ্যোক্তা, রোজি চৌধুরী , নুসরাত জাহান, জিনিয়া, সুরভী আহমেদ, জান্নাত, মেহেদি আহমেদ, তানিয়া তিশা সহ আরও অনেকেই। 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়