আইনিউজ ডেস্ক
আহমদ শফীর জানাজায় অংশ নিতে লোকারণ্য হাটহাজারী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় যোগ দিতে অনুসারীদের ঢল নেমেছে হাটহাজারীতে। এতে দৃশ্যত অচল হয়ে পড়েছে গোটা উপজেলা।
অতিমাত্রায় ভিড় তৈরি হওয়ার কারণে হাটহাজারী এলাকায় সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে উপজেলার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
এলাকাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপরে অবস্থিত হওয়ায় এই সড়কপথে জেলা দুটির মধ্যেকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি হাটহাজারী ও এর আশপাশের তিন উপজেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আল্লামা আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পৌঁছায়।
আল্লামা শফীকে একনজর দেখতে ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করেন। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেককে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়।
বেলা ২টায় জানাজা শেষ মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন