Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

আল্লামা শফীর জানাজা সম্পন্ন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার জোহর নামাজের পর হাটহাজারী দারুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা হয়। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তার লাখো ভক্ত-অনুসারীরা জানাজায় অংশ নেন। এ সময় প্রিয় মানুষটির শেষ বিদায়ে ভক্তদের আহাজারিতে ভারী হয়ে হয়ে উঠে হাটহাজারীর আকাশ-বাতাস।  

জানাজা শেষে আল্লামা শফীকে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। 

এর আগে সকাল সাড়ে ৯টায় অ্যাম্বুলেন্সযোগে আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এসে পৌঁছে।

শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়