Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ১৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:১১, ১৯ সেপ্টেম্বর ২০২০

রোববার থেকে হাটহাজারী মাদরাসা চালুর ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যসম্মত পরিবেশে রোববার থেকে চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের করোনাকালীন সব শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে রোববার থেকে মাদরাসায় শিক্ষা কার্যক্রম চলবে। শুরা কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

শুরা কমিটির বরাতে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ করোনাকালীন শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে শুধুমাত্র দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে হাজারো ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিসত্ত্বর এ ঘোষণা প্রত্যাহার করা হোক।

মাদরাসার শুরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী বলেন, হঠাৎ করে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকের পরীক্ষা চলছে। মাদরাসা বন্ধ করলে পরীক্ষাটা আর হবে না। আমরা চাই, পরীক্ষা শেষ হোক। আর মাদরাসা বন্ধ করলে ছেলেরা পড়ালেখা করবে না। তখন আবারো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাদের লেখাপড়ায় ব্যস্ত রাখার জন্য ক্লাসও চলবে। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বলেছি, তারা যেন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়