Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরতে হবে লাইফ জ্যাকেট

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার-মহেশখালী নৌপথে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করেছে উপজেলা প্রশাসন। এর আগেও এ নৌপথে স্পিডবোট চালক-যাত্রীদের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু তা বেশি দিন মানা হয়নি।

সম্প্রতি স্পিডবোট ডুবে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় বুধবার মহেশখালী জেটি পরিদর্শনে যান ইউএনও মাহফুজুর রহমান। এ সময় তিনি স্পিডবোট চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট রাখার নির্দেশ দেন।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা বলেন, আজ থেকে মহেশখালী নৌপথে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো নৌচালক কিংবা যাত্রী লাইফ জ্যাকেট না পরলে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রোববার বিকেলে মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার সময় স্পিডবোট ডুবে নিখোঁজ হন কলেজছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইল। নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার দুপুরে সোনাদিয়া দ্বীপের মগচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়