Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২০

কুকুর ‘হত্যাকাণ্ডে’ ১৫ শিল্পীর গভীর উদ্বেগ

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুকুর অপসারণ প্রক্রিয়াকে নিষ্ঠুর ও একে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে ১৫ শিল্পী গভীর উদ্বেগ জানিয়েছেন। 

বিবৃতিদাতারা হলেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ডা. সারওয়ার আলী, আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম, মামুনুর রশীদ, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মান্নান হীরা, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, মাসুম রেজা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবিবেচনা প্রসূত সিদ্ধান্তে নিষ্ঠুরভাবে কুকুর অপসারিত হচ্ছে। অপসারণকালে মাত্রাতিরক্ত সিডেটিভ শরীরে প্রবেশ করিয়ে অর্ধমৃত কুকুরগুলো মাতুয়াইলে বর্জ্য নিক্ষেপ স্থলে ফেলে দিয়ে আসছে। এতে বিপুলসংখ্যক কুকুরের মৃত্যু হচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তারা বলেন, মানবসভ্যতার উষালগ্ন থেকে কুকুরই মানুষের বিশ্বস্ত সঙ্গী। গুহামানব থেকে মহাকাশ জয়ের মানবাভিযানে কুকুরই সাহসী বন্ধু। গ্রাম এবং শহর সব জনপদে কুকুর মানুষের নিরাপত্তা বিধান করে। মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে জনপদ পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে রাখে। মানুষের বাড়িঘর-দেকানপাট চুরি রাহজানি থেকে রক্ষা করে।

১৫ শিল্পী বলেন, প্রকৃতির যে জীবনচক্র আমাদের ছোট্ট এ পৃথিবীর পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করছে, কুকুর সেই জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। তাই কুকুর নিধন নয়। কুকুর প্রতিপালনই আমাদের দায়িত্ব।  নগর কর্তৃপক্ষ অবশ্যই নগর কুকুর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে বন্ধত্ব্যকরণ ও ভ্যাকসিন প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করবেন। নিশ্চয়ই চলমান নিধন প্রক্রিয়ার মতো অমানবিক কর্মকাণ্ড সিটি করপোরেশনের দায়িত্ব হতে পারে না।

তারা অবিলম্বে এই 'অমানবিক কাজ' থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিরত থাকার জোর দাবি জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়