নিজস্ব প্রতিবেদক
কুকুর অপসারণে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে: বাপা

ফাইল ছবি
বেওয়ারিশ কুকুর অপসারণ করলে ইঁদুর ও প্লেগ রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাপা। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধের দাবিও জানায় সংস্থাটি।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক শারমিন মুরশিদ। অনলাইন সংবাদ সম্মেলন সঞ্চলনা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল।
ডিএসসিসির কুকুর অপসারণের সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক, অমানবিক ও বেআইনি উল্লেখ করে শারমিন মুরশিদ বলেন, ‘প্রাণি কল্যাণ আইন, ২০১৯’ অনুযায়ী এই কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। কুকুর আপসারণ নয়, জলাতঙ্ক টিকা ও বন্ধ্যাত্মকরণ কর্মসূচি চালু করতে হবে।
তিনি বলেন, কুকুরসহ পোষা প্রাণী অপসারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কুকুর অপসারণ করলে ইঁদুরের প্রকোপ বেড়ে যেতে পারে, প্লেগ রোগের প্রাদর্ভাব দেখা দিতে পারে।
উদাহরণ হিসেবে বাপার যুগ্ম সম্পাদক বলেন, ১৯৯৪ সালে ভারতের একটি শহরে বিপুল সংখ্যাক কুকুর নিধন করা হয়ে। এর ফলে ইঁদুরের প্রকোপ বেড়ে যায়। প্লেগ রোগের প্রাদুর্ভাবও দেখা দেয়।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন