সাভার প্রতিনিধি
আপডেট: ২১:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২০
স্কুলছাত্রী নীলা হত্যা: মিজানের বাবা-মা দুই দিনের রিমান্ডে

ফাইল ছবি
ঢাকার সাভারের স্কুলছাত্রী নীলা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান দুই আসামি মিজানের মা-বাবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মিজানুরের বাবা আব্দুর রহমান ও নাজমুন নাহার সিদ্দিকা।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র ঘোষ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাতে সাভার ব্যাংক কলোনি থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪-এর একটি দল। গত ২০ সেপ্টেম্বর রিকশায় করে ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাওয়ার পথে নীলা রায়কে ছিনিয়ে নেন মিজানুর রহমান মিজান। তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
নীলার পরিবারসূত্রে জানা গেছে, দীর্ঘদিন নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান। আব্দুর রহমান-নাজমুন্নাহার দম্পতির সন্তান মিজান এইচএসসি পরীক্ষার্থী। নীলা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই সে হত্যা করে নীলাকে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন