Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২০

মাঝ পদ্মায় তলা ফেটে লঞ্চ বিকল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর চ্যানেল মুখে একটি লঞ্চ তলা ফেটে বিকল হয়ে গেছে। এমভি শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের দিকে রওনা দিয়েছিল।

আজ (রবিবার) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি লঞ্চ পাঠানো হয়। এর আগে লঞ্চটি জরুরি ভিত্তিতে চরে নোঙর করে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চঘাট সূত্র এ জানায়। 

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সন্ধ্যায় শিমুলিয়া থেকে যাত্রীবোঝাই লঞ্চটি কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পদ্মাসেতুর চ্যানেল মুখে ঢোকার সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। যাত্রীদের অন্য একটি লঞ্চের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়