Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

মির্জাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

করোনায় বিটিভির সাবেক মহাপরিচালক ওয়াজেদ আলীর মৃত্যু

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবলিক সার্ভিস কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিটিভির সাবেক মহাপরিচালক, সাবেক অতিরিক্ত সচিব ও ভাওড়া হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান মারা গেছেন।

সোমবার বেলা ১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. ওয়াজেদ আলী খান নানা রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।

ওয়াজেদ আলী খান মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামের মৃত. আছমত আলী খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তৃতীয়।

সোমবার বাদ এশা ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়