Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

ফাঁসির আদেশ শুনেও বিচলিত হয়নি মিন্নি

সংগৃহীত

সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তবে নিজের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিচলিত হয়নি মিন্নি। তার মধ্যে কোনো আতঙ্ক বা অনুশোচনা দেখা যায়নি।

এমনটাই জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. মজিবুল হক কিসলু। তিনি বলেন, বিচারক রায় ঘোষণার সময় ফাঁসির আদেশ দেন। তবে সেই আদেশ শুনে মিন্নি বিচলিত হয়নি। তার চোখে পানিও ঝরতে দেখিনি। ফাঁসির রায় শুনে মিন্নি অসুস্থ হবেন বা জ্ঞান হারাবেন-এমনটি ভেবেছিলাম। তবে তা দেখা যায়নি। তাকে সুস্থ স্বাভাবিক দেখাচ্ছিল।

বুধবার মামলটিতে ছয় জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। ৩৫ মিনিট ধরে চলা রায় ঘোষণার সময় কাঠগড়ায় সব আসামির সঙ্গে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও উপস্থিত ছিল।

মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান। 
খালাস প্রাপ্তরা হলেন- রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর, কামরুল ইসলাম সায়মুন, মো. মুসা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়