Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

প্রকাশিত: ১৩:০১, ২ অক্টোবর ২০২০

দুর্ঘটনা থেকে বাঁচতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা কাভার্ডভ্যানের

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়াতে কাভার্ডভ্যান ও পিক-আপের সংঘর্ষে পিক-আপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

এ দুর্ঘটনা এড়াতে ওই সময় পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান রেললাইনের ওপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপাড়ের হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. ইফতেখার নাসির রোকন জানান, সকালে মুরগি বহনকারী একটি হলুদ রঙের পিক-আপের ঢাকা যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এ সময় পেছনে থাকা সিরাজগঞ্জগামী আরেকটি কাভার্ডভ্যান এই দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উত্তরে রেললাইনের ওপরে উঠে যায়।

একই সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল  স্বাভাবিক রয়েছে বলেও জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়