Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২১:০৬, ৩ অক্টোবর ২০২০
আপডেট: ২১:০৯, ৩ অক্টোবর ২০২০

ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার ৭২ বছরের বৃদ্ধা

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

মুন্সীগঞ্জে ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা।

আজ (শনিবার) দুপুরে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা।  

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব-শীলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা ধামাচাপা দিতে ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে আপসচেষ্টার পাশাপাশি ওই বৃদ্ধার ছেলেদের হত‌্যার হুমকিও দিয়েছেন অভিযুক্ত কাদের শেখ।

অভিযুক্ত কাদের শেখ একই এলাকায় মৃত আমির শেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূইয়ার ভাগ্নে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ভুক্তভোগী বৃদ্ধা বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর থেকে বের হন। সেসময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ ওই বৃদ্ধার মুখে কাপড় চেপে ধরে ধর্ষণ করে। পরে ঘটনা প্রকাশ না করতে ওই বৃদ্ধাকে ১০টি ডিম ও ১০০ টাকা দিয়ে যান। পাশাপাশি ঘটনা প্রকাশ হলে বৃদ্ধার ছেলেদের হত‌্যা করা হবে বলেও হুমকি দেন।

পরের দিন সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে তিনি মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার এক নিকট আত্মীয়ের কাছে বিষয়টি জানান। বিষয়টি পৌর মেয়র ফয়সাল বিপ্লবকে জানালে মেয়র আইনগত পদক্ষেপ নেওয়ার পরার্মশ দেন বলে জানান ওসি আনিচুর রহমান।

ওসি আনিচুর বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। বর্তমানে ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে। অভিযুক্ত কাদের শেখকে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়