Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৪ অক্টোবর ২০২০
আপডেট: ২০:৩৪, ৪ অক্টোবর ২০২০

সাগরে নৌকা ডুবি, ১৭ জেলে নিখোঁজ

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে ৩০ জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জেলে নিখোঁজ রয়েছেন। 

রোববার সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিললেও এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।

গতকাল রাতে ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।

সাগরে নিখোঁজ জেলে ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ছগির মাঝির ফিশিং বোটের ৩০ মাঝিমাল্লা সাগরে ভেসে যান। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরেছেন।

উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিশিং বোটগুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি বাঁশখালী থেকে ১০টি বোট গেছে সাগরে।

বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার জানান, মাছ ধরতে গিয়ে সাগরে একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসায় এখনো কতজন উদ্ধার ও কতজন নিখোঁজ বিস্তারিত বলা যাচ্ছে না।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়