Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নোয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ৫ অক্টোবর ২০২০

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের ঘটনায় নয়জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নির্যাতিতাকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ধারণ ও তা ভাইরাল করার অপরাধে ওই নয় আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

এর আগে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আবদুর রহিম ও রহমত উল্লাহকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করে তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ দুটি মামলার প্রত্যেকটিতে সাত দিন রিমান্ডের আবেদন করেন। 

সোমবার বিকেল ৫টায় দীর্ঘ শুনানীর পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক মামলায় প্রতি মামলায় তিন দিন করে তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা আদালত থেকে আসামি আবদুর রহিম ও রহমত উল্লাহকে রিমান্ডে বুঝে নিয়েছেন বলে কোর্টের সরকারী রেকর্ড অফিসার জানিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের পর ফেইসবুকে ছড়িয়ে দেয় একদল যুবক ও কিশোর। কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

ওই ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়