Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৫ অক্টোবর ২০২০

রিফাত হত্যা: শিশু আদালতে ১৪ আসামির যুক্তিতর্ক শুরু

রিফাত শরীফ

রিফাত শরীফ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার আসামিদের উপস্থিতিতে বরগুনার শিশু আদালতে বিচারক হাফিজুর রহমানের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়।

যুক্তিতর্কে প্রথমদিন আদালতে আসামিদের বিপক্ষের যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

এ সময় আদালতে আসামি চন্দন, মারুফ মল্লিক, মারুফ, প্রিন্স, নিয়ামত, রাতুল, শ্রাবন, নাজমুল হাসান এবং হাজতি আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ ও নাঈম উপস্থিত ছিলেন।

এদিন রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেয়া ৭ আসামির জবানবন্দীর পর্যালোচনামূলক বক্তব্য এবং হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি করা হয়।

গত বুধবার আলোচিত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এ ছাড়া বেকসুর খালাস প্রদান করা হয় চারজনকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়