Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ৬ অক্টোবর ২০২০

ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সংগৃহীত

সংগৃহীত

সিলেট, খাগড়াছড়ি ও নোয়াখালীসহ সারাদেশে নারীর ওপর সহিংসতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে সাধারণ ছাত্র সমাজ।

মঙ্গলবার রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং বিএনএস সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় ছাত্র ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বাংলাদেশের ধর্ষকদের স্থান নেই’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্র নেতারা বলেন, সারাদেশে অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। নারীর ওপর সাম্প্রতিক বর্বরতা আমাদের জনগণের সংগ্রামী ইতিহাসকে কালিমালিপ্ত করছে। এ অপরাধীদের শুধু লোক দেখানো গ্রেফতার করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে পুলিশি নিরাপত্তায় একটি সংক্ষিপ্ত মিছিল হাউজ বিল্ডিং মোড় প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে, উত্তরা ইউনিভার্সিটি, শান্তা মরিয়ম কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাউন ডিগ্রী কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজের ছাত্র ছাত্রীরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়