কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত রোহিঙ্গা।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা।
তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। এরই ধারাবাহিকতা ৪ ও ৫ অক্টোবর তিন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে র্যাব অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে।
সামছুদ্দৌজা আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-১ এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন যৌথ বাহিনীর সদস্যরা।
কক্সবাজারের অ্যাডিশনাল এসপি মো. রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর তিনজন গুলিবিদ্ধ। এ ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন