Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নোয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ৭ অক্টোবর ২০২০

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি কালাম গ্রেফতার

আবুল কালাম

আবুল কালাম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্যাতনের শিকার ওই নারী স্থানীয় দেলওয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন নির্যাতিতা নারী। এরপরই কালামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউপির চশুই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর সিপিসির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. আবু সালেহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালামকে গ্রেফতার করা হয়েছে। সেখানে আত্মগোপনে ছিল সে। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, এক বছর আগে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুই দফা ধর্ষণ করে। এতে তাকে সহযোগিতা করে কালাম। এমনকি সেও ধর্ষণ করে ওই নারীকে।

নোয়াখালীর এসপি আলমগীর হোসেন জানান, ২ সেপ্টেম্বর বেগমগঞ্জের এখলাশপুর ইউপির ওই নারী বাড়িতে ঢুকে তার স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করে দেলোয়ার-কালামসহ ৯ জন। এরপর তারা ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বেগমগঞ্জ থানায় দেলোয়ার-কালাম-বাদলসহ ৯ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়