Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ৮ অক্টোবর ২০২০
আপডেট: ১৩:৫৫, ৮ অক্টোবর ২০২০

‘২০২২ সালের মধ্যেই নির্মিত হবে কালুরঘাট সেতু’

সেতু পরিদর্শনে রেলমন্ত্রী

সেতু পরিদর্শনে রেলমন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাটে সেতু নির্মাণে সৃষ্ট সব জটিলতা কেটে গেছে জানিয়ে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২২ সালের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে।

বুধবার কালুরঘাট সেতু ও নতুন সেতুর জায়গা পরিদর্শন শেষে এক পথসভায় এ তথ্য জানান তিনি।

এ সময় রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি প্রস্তাবিত এ সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেললাইন (ব্রডগেজ) থাকবে।

প্রস্তাবিত সেতু নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসন ও মানুষের মাঝে সেতু নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে তা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে এ সফর করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ সেতুর উচ্চতা নিয়ে নৌ অধিদফতরের যে আপত্তি এসেছে তা অচিরেই অভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব চন্দ্র ঘোষ, ইউএনও আছিয়া খাতুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়