বাগেরহাট প্রতিনিধি
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করলেন পুলিশ স্বামী

পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন
বাগেরহাটের শরণখোলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে (৩৫) শ্বাসরোধের পর গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই পুলিশ সদস্য তার স্ত্রীর মরদেহ চার টুকরো করে বস্তাবন্দি করে গুম করার সময় পুলিশের হাতে ধরা পড়েন।
বুধবার রাতের কোনো এক সময় জেলার শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির কাছের একটি ভাড়া বাসায় পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন তার স্ত্রী জোসনা বেগমকে হত্যা করেন।
এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের মা জুলেখা বেগম বাদী হয়ে পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেনের (৩৫) বিরুদ্ধে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেছেন।
পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বুধবার দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
নিহত জোসনা বেগম খুলনা জেলার রুপসা উপজেলার নারকেলি গ্রামের আবু বক্কর শেখের মেয়ে।
পুলিশ সদস্য সাদ্দাম হোসেন গত এক বছর আগে শরণখোলা থানার নিয়ন্ত্রণাধীন তাফালবাড়ি পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
নিহতের বোন রেহানা বেগম বলেন, এক বছর আগে প্রেমের সম্পর্ক করে গত জানুয়ারি মাসে পুলিশ সদস্য সাদ্দাম আমার বোনকে বিয়ে করেন। আমার বোনের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর তিনি আমার বোনকে শরণখোলায় বাসা ভাড়া করে বসবাস করতে থাকেন। আমার বোন সম্প্রতি সন্তানসম্ভবা হয়। আমার বোনকে টুকরো টুকরো করে পুলিশ সদস্য সাদ্দাম হত্যা করেছে। এমনকি তার পেট কেটে বাচ্চাটা পর্যন্ত বের করেছে। আমি সাদ্দামের ফাঁসি চাই।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্য সাদ্দাম হোসেন এক বছর আগে শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। সাদ্দামের দুজন স্ত্রী। তিনি ফাঁড়ি এলাকায় একটি বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমকে নিয়ে বসবাস করতেন। এখানে আসার পর থেকে তারা তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ করতেন।
এই পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতের কোনো এ সময়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার শরীর থেকে মাথা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং পেটফেড়ে গর্ভের বাচ্চাটি বের করে মরদেহ গুম করতে বস্তায় বন্দি করে রাখে।
পুলিশ সুপার জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহের সাদ্দামকে গ্রেপ্তার করে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন