Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৯ অক্টোবর ২০২০

বকশিগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেফতার

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে এক স্বামীর বিরুদ্ধে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বিনোদের গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ মিয়া (৩০ বছর)  ওই গ্রামের মণ্ডল মিয়ার ছেলে। স্বামীকে আটক করা হলেও তার বন্ধু মোশারফ হোসেন পলাতক রয়েছেন। সে পাশ্ববর্তী পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, টাকার লোভে পড়ে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য চাপ দিয়েছিলেন রাশেদ। কিন্তু স্বামীর এমন অবৈধ চাপে রাজি হননি স্ত্রী। এতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করেন স্বামী রাশেদ। গত বুধবার রাতে লোভী রাশেদ টাকার জন্য বন্ধু মোশারফরকে খদ্দের হিসেবে বাড়িতে নিয়ে আসেন। ওই সময় স্ত্রী রাজি না হওয়ায় মোশারফকে দিয়ে ধর্ষণ করান রাশেদ। পরে এ ঘটনায় আইনি সহায়তা নিতে বাধা দেন স্বামী।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ দেওয়ার সাথে সাথেই মামলাটি রের্কড হয়। পরে ভোর রাতে রাশেদ মিয়াকে আটক করা। অপর আসামী মোশারফ হোসেনকে আটকের চেষ্টা চলছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট  গণমাধ্যমকে জানান, মামলার ভিত্তিতে আসামি আটক করে জামালপুর কোর্টে এবং স্ত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

আইনিউজ/এ.এস.এম/ এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়