আইনিউজ ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী ভোটযুদ্ধে প্রতিযোগিতা করছেন। তাদের মধ্যে তিনজন যুক্তরাজ্যপ্রবাসী। পৌরসভার ২৮ হাজার ৫৫৯ জন ভোটার ভোট প্রয়োগের কথা রয়েছে।
২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন।
চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেব্রুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপনির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮ হাজার ৫৫৯ জন তার মধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮, নারী ভোটার ১৪২২১ জন। ভোট কেন্দ্র ৯টি, নির্বাচনে দায়িত্ব থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন এবং পোলিং কর্মকর্তা ১৪৪ জন।
নির্বাচনে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী রাজু আহমেদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন সে জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটার যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোটে অংশ নেন সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন