Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ১০ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:২৯, ১০ অক্টোবর ২০২০

গৃহবধূকে নির্যাতন: ৩ আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই

সংগৃহীত

সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী দল।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে আসামি বাদল, কালাম ও সাজুকে একলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে নিয়ে যায় পিবিআই। এ সময় আসামিদের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন পিবিআই কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) বেগমগঞ্জ থানায় নির্যাতনের শিকার ওই গৃহবধূর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা দুটি মামলা পুলিশ সদর দফতরের নির্দেশে অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

দুই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন র্যাব-১১ এর হেফাজতে নারায়ণগঞ্জে রিমান্ডে রয়েছেন। আর বাকি ১০ জনের মধ্যে চারজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমানে পিবিআইয়ের কাছে থাকা আসামি বাদল, আবুল কালাম, সাজু, মাইন উদ্দিন, সাহেদ ও রহমত রিমান্ডে রয়েছেন

এদিকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়