হাতিয়া প্রতিনিধি
হাতিয়া উপজেলাকে করোনামুক্ত ঘোষণা

ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত ঘোষণা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ করোনা আক্রান্ত একজন রোগী করোনামুক্ত হওয়ায় এবং আর কোনো করোনা আক্রান্ত রোগী না থাকায় এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান জানান, এ পর্যন্ত হাতিয়ায় ৭২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সর্বশেষ ৯ অক্টোবর হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন নামে করোনা আক্রান্ত হওয়া একজনের ১৫ দিন পরে ফলাফল নেগেটিভ আসায় এবং আর কোনো রোগী না থাকায় এ ঘোষণা দেয়া হয়।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার তমরদ্দি ইউপির ২ নম্বর ওয়ার্ডের ব্যাংক কর্মকর্তা এবিএম নোমান। এই উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এটাই একমাত্র মৃত্যু।
হাতিয়াতে মূলত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। যার ফলাফল পাওয়া যায় দুইদিন পর। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলীর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য তৈরি করা হয়েছে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন ইউনিট।
এদিকে করোনা মুক্ত ঘোষণার দিন শনিবার তিনজনের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন