Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১০ অক্টোবর ২০২০

কালিয়াকৈরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ার উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। 

পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মূল্যবান মেশিন, কেমিকেল ও জুতা তৈরির সরঞ্জাম। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করে কালিয়াকৈর, সাভার ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়