Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ১১ অক্টোবর ২০২০

২ কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা আটক

সংগৃহীত

সংগৃহীত

গ্রাহকের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে গ্রেপ্তার করেছে দুদক।

রোববার খুলনা মহানগরীর নূরনগর বয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

দুদকের মামলার পিপি অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান বলেন, মোস্তফা মাহমুদ সাতক্ষীরার মুন্সিগঞ্জে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এমন অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত করে ২০১৯ সালের ৭ মে সাতক্ষীরার চিফ জুডিয়িশিয়াল ম্যাজিস্ট্রেট অদালতে মামলা করে। এর ধারাবাহিকতায় আসামি মোস্তফা মাহমুদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক খুলনার উপসহকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদের বলেন, আসামি মোস্তফা মাহমুদকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়