খুলনা প্রতিনিধি
ডা. রকিব হত্যা মামলা: ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট

চিকিৎসক আবদুর রকিব খান
চার মাস পর খুলনার আলোচিত চিকিৎসক আবদুর রকিব খান হত্যা মামলার চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। চিকিৎসক রাকিব নগরীর গল্লামারি রাইসা ক্লিনিকের মালিক ছিলেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন- চিকিৎসা অবহেলায় মারা যাওয়া শিউলি বেগমের স্বামী আবুল আলী, ভাই জমির আলী শেখ, ভাগনে আব্দুল কুদ্দুস, মামা গোলাম মোস্তফা, বড় ভাবি খাদিজা বেগম ও মেজো ভাবি নুরুন নাহার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা বিএম মনিরুজ্জামান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মামলার তদন্তে এজাহারনামীয় আসামি ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন খাদিজা, নুরুন নাহার ও গোলাম মোস্তফা। তাই চার্জশিটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এজাহারনামীয় আসামি আব্দুর রহিম ঘটনায় জড়িত না থাকায় তার নাম বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, চার্জশিট দাখিলের বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্তদের সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করতে পারছি না।
১৫ জুন চিকিৎসা অবহেলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাইসা ক্লিনিকে চিকিৎসক রকিবকে মারধর করেন স্বজনরা। এতে তার মাথার পেছনে গুরুতর জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক রকিব মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন