Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৯:৩৫, ১৬ অক্টোবর ২০২০

সাতক্ষীরায় ৪ জনকে গলা কেটে হত্যা: ছোট ভাই গ্রেফতার

নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম

নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সিআইডি পুলিশ।

মা-বাবা, ভাই-বোনকে হত্যার পর ছয় মাস বয়সী শিশু মারিয়াকে ফেলে রাখা হয় মায়ের লাশের পাশে। সেখান থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।

এদিকে শুক্রবার বেলা ৩টার দিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে স্বপরিবারে নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে আদালতে পাঠিয়েছে সিআইডি পুলিশ। তাকে দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরেই ঘটেছে এ হত্যাকাণ্ড। স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে অবস্থান ছিল শাহিনুর রহমানের। সেটিও হতে পারে হত্যাকাণ্ডের রহস্য। তাছাড়া পারিবারিক দ্বন্দ্বে বিষয়টিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে জানান, নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে সম্প্রতি শাহীনুরের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। ফলে এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদক ব্যবসার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), বড় ছেলে সিয়াম হোসেন (৯) ও মেঝো মেয়ে তাসমিন সুলতানাকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় একই সঙ্গে থাকা ছয় মাস বয়সী ছোট মেয়ে মায়িরা সুলতানা সৌভাগ্যক্রমে খুনিদের হাত থেকে রক্ষা পায়।

নৃশংস এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কলারোয়া থানায় নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছেন। ময়না বেগম উপজেলার উফাপুর গ্রামের রাসেল গাজীর স্ত্রী।

তবে এখনই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায়িত্বশীল কর্মকর্তা। এ হত্যাকাণ্ডের ঘটনায় কলারোয়া থানায় হত্যা মামলাটি নথিভুক্ত হওয়ার পর সেটি হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরা সিআইডি পুলিশে।

সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও বিস্তারিত বলার মতো কিছু হয়নি। তবে এ মামলায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চাঞ্চল্যকার এ ঘটনায় এখনও বিস্তারিত বলার মতো কিছু হয়নি। তদন্ত চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়