Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১৮ অক্টোবর ২০২০

রাজধানীর বউবাজারে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাজারীবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে হাজারীবাগ বউবাজার রানা বেকারী গলির দুইতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাক দিয়ে হালকা রক্ত ও মুখে ফ্যানা দেখা গেছে। বুক পেট ও পিঠে রচামড়ায় ছোপ ছোপ রক্ত জমাট বাধা, দুই হাতের আঙুলে ও নখে কালচে দাগ আছে।

এসআই আরো জানান, প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি এক ছেলে, দুই মেয়ে ও স্বামী নিয়ে ১৫দিন আগে ওই বাসায় উঠেছিলেন ওই নারী। তার স্বামী রিকশাচালক। ঘটনার পর থেকে তার স্বামী ও সন্তানকে ওই বাসায় পাওয়া যায়নি। বাসায় কোনো মালামালও পাওয়া যায়নি। তার স্বামীর নাম বাশিউর রহমান বলে জানা গেছে।

এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে সন্তান নিয়ে পালিয়ে গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়