Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ১৯ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৩, ১৯ অক্টোবর ২০২০

৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সংগৃহীত

সংগৃহীত

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশিদ (৪৫) নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে সদর উপজেলার দোগাছী মুজাহিদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, প্রতিদিনের মতো রোববার ভোরে ওই চার শিশু নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি হলে ওই চার শিশুকে ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে শিক্ষক আব্দুর রশিদ যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। দ্রুত পালিয়ে যান শিক্ষক রশিদ।

ওসি আরও জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর ওই চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন অভিভাবক জয়পুরহাট থানায় অভিযোগ দেন।

রোববার সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয় এবং রাতে অভিযান চালিয়ে মুজাহিদপুর এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়