Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

সিংগাইর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ২২ অক্টোবর ২০২০

বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিনোদপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে ওই পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ জন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের একটি বাস সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় আসার পর এক পথচারীকে বাঁচাতে দ্রুতগামী বাসটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নিখিল, বাসের চালক হৃদয় হোসেন ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় কমপক্ষে ২০ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সিংগাইর উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে সিংগাইর থানায় নিয়ে আসে। পরে থানা কর্তৃপক্ষ স্বজনদের কাছে লাশ হস্তক্ষেপ করে। 

স্থানীয় আরিফ হোসেন বলেন, 'পথচারী নিখিল রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী বাসটি তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে বিকট শব্দে শুকতারা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে নিখিলও বাসের চাপা পড়ে মারা যায়।'

বিনোদপুর গ্রামের যুবক শহিদ বলেন, 'বৃষ্টির মধ্যে বিকট শব্দ পেয়ে বের হয়ে দেখি বাস পড়ে গেছে। তখন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।' 

বিনোদপুর গ্রামের কৃষক আশেক আলী বলেন, 'দ্রুতগতির কারণেই আজ বাসটি নিয়ন্ত্রণ করতে পারেনি চালক, যাকে বাঁচাতে গিয়েছিল সেও মরছে আর চালক নিজেও বাঁচল না আর যাত্রীও একজন শেষ।' 

সিংগাইর থানার উপ-পরিদর্শক মো. হাসানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে স্বজনদের কাছে লাশ হস্তক্ষেপ করা হয়।’

আইনিউজ/এজেএল 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়