Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ২৩ অক্টোবর ২০২০

বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে বিএসএফের নির্যাতন

রাজশাহীর খরচাকা সীমান্তে পদ্মায় মাছ ধরার সময় চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে বিএসএফ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাদের ধরে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে বিএসএফ তাদের ছেড়ে দেয়। রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান গেছে।

বিএসএফের হাতে নির্যাতনের শিকার জেলেরা হলেন, রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা  গ্রামের আলম ও তার ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত ও কসবা গ্রামের সোনারুল।

আনোয়ার জানায়, বুধবার বিকেলে পদ্মায় মাছ ধরার সময় ভরতে সীমানায় চলে গেছি বলে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ সদস্যরা। এরপর তারা আমাদের উপর নির্যাতন করে। আমাদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে আমাদের ছেড়ে দেয় বিএসএফ সদস্যরা। সেখান থেকে ফিরে আমরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘সীমান্তবর্তী এলাকা থেকে চারজন জেলেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা বিএসএফের সাথে এ বিষয়ে কথা বলার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছি। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ২টার দিকে সীমান্তে পতাকা বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকটি স্থগিত হয়েছে। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘তারা তো এভাবে নির্যাতন করতে পারে না। সীমান্ত অতিক্রম করার প্রমাণ হিসেবে তারা নৌকা দুটি রেখে দিয়েছে।’

আইনিউজ/এজেএল 
 
 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়