Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৭, ২৩ অক্টোবর ২০২০

মেহেরপুরে সমাজসেবা অফিসের কর্মীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

মেহেরপুর শহরের থানাপাড়ায় সমাজসেবা অফিসের পৌরশাখার মাঠকর্মী ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহম্মেদ শহরের থানাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তার দুটি ছেলে সন্তান রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ বোঝা যাচ্ছে না। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তদন্তের পর বলা যাবে হত্যার কারণ।

নিহত ফারুকের মামা আলাউদ্দিন বলেন, তাকে মেরে ফেলার মতো কোনো বিরোধ আমাদের জানা নেই। কারও সাথে কোনো শত্রুতা ছিল না।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। তার ঘাড়ে, পিঠে ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়