Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ২৩ অক্টোবর ২০২০

বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলো মা হনুমান

সংগৃহীত

সংগৃহীত

একেই বলে মায়ের ভালোবাসা। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলো না মা। বিদ্যুৎস্পৃষ্ট বাচ্চাকে বাঁচাতে নিজের জীবন দিলো মা হনুমান। 

শুক্রবার সকাল ১১টার দিকে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় কালোমুখো হনুমানের একটি দল প্রতিদিনের ন্যায় খাবার সংগ্র করে বেড়াচ্ছিল। এমন সময় একটি বাচ্চা হনুমান সাবরেজিস্ট্রি অফিসের ছাদের উপর থেকে লাফিয়ে অন্য ছাদে ডাওয়ার সময় অসাবধানতাবশত  বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে সেখানেই মারা যায়।

এসময় বাচ্চাটিকে রক্ষা করতে মা হনুমানটিও অনেক চেষ্টা করে ব্যার্থ হয়। এক সময় বাচ্চা ও মা হনুমান দুজনেই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

স্থানীয় এক দোকানদার বলেন, মারা যাওয়ার পর হনুমান দু’টি তারেই ঝুলে ছিল। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দিয়ে বিদ্যুৎ বন্ধ করে মৃত হনুমান দু’টি নামিয়ে আনেন। এসময় দলের অন্য হনুমানগুলো মৃত হনুমানের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। পরে দুপুরের দিকে মৃত হনুমান দু’টি স্থানীয়রা মটি খুঁড়ে পুতে রাখেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়