Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ২৫ অক্টোবর ২০২০

মিঠামইনে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার দুপুরে রান্নাঘরের চুলা জ্বালানোর সময় ওই গ্রামের আব্দুস সালামের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় আব্দুস সালাম ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। তাদের প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

কাটখাল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মাসুদ মিয়া জানান, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়ে ছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়