Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৩০, ২৫ অক্টোবর ২০২০

‘সিলিন্ডার বোমা’ থেকে বাঁচাতে বাড়িওয়ালার ব্যতিক্রমী উদ্যোগ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অহরহ গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার কারণে এটি রীতিমতো ‘বোমা আতঙ্কে’ পরিণত হয়েছে। প্রায়ই পাওয়া যায় এ দুর্ঘটনার করুন পরিণতির খবর। হাসপাতালগুলোর বার্ন ইউনিটে গেলে এর দুর্ভোগের শিকার অনেকেরই দেখা মেলে। প্রাণহানির সংখ্যাও নেহাত কম নয়।  

কিশোরগঞ্জের মিঠামইনে কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে গতকালও রান্না করার সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের নয়জন। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত একজন মারা গেছেন। বাকিরাও আশঙ্কামুক্ত নন।

এরমধ্যেই সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়েছে খাগড়াছড়ির একটি বাড়ির ছবি। ভাড়াটিয়াদের সুরক্ষার কথা ভেবে গ্যাস সিলিন্ডার স্থাপনের জন্য ঘরের বাইরে জায়গা নির্ধারণ করেছেন ভবন মালিক; যা বেশ সাড়া ফেলেছে। ইতিবাচক মন্তব্য করছেন সবাই।

ব্যতিক্রমী এই উদ্যোগ নেন খাগড়াছড়ি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকার বিল্লাল হোসেন। পাঁচ তলা ভবনের প্রতিটি রান্না ঘরের বাইরের দেয়ালে লোহার খাঁচা তৈরি করে সেখানে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার।

খোঁজ নিয়ে বিল্লাল হোসেনের সঙ্গে আলাপকালে তিনি জানান, খবরের কাগজ কিংবা টেলিভিশন খুললেই প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা চোখে পড়ে। অনেকেই প্রাণ হারান, পুড়ে যান। তাই অনেক ভেবে-চিন্তে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমাতেই এ উদ্যোগ গ্রহণ করেছি। 

এ বাড়িতে বসবাসকারীরাও মনে করছেন, ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণের ফলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলেও ক্ষতি কম হবে। তাই ঘর ভাড়া একটু বেশি হওয়া সত্যেও নিরাপত্তার এ ব্যবস্থা দেখে তারা বসবাস করছেন। ভাড়াটিয়া সেলিম মোল্লা বলেন, রান্না ঘরের বাইরে গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা রয়েছে দেখে আগ্রহী হয়েই এখানে থাকা। গ্যাস সিলিন্ডার ঘরের ভেতর থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে বাইরে রাখলে ক্ষতির পরিমাণটা কমতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, এ ধরনের ব্যবস্থায় দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি কমতে পারে। তবে বাইরের দেয়ালে গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে রাখা এই প্রথম হওয়ায় এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়