Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ২৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৭:১৩, ২৭ অক্টোবর ২০২০

মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৭

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান ভাঙ্গা মসজিদ সংলগ্ন একটি ভাঙারি দোকানে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আবদুল আলিম (৫০), কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩) ও আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের তিন কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

দগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আবুল কাশেম নামের একজন জানান, ওই ভাঙারি দোকানের ভেতরে ছিলেন মালিক আবদুল আলিমসহ আরও তিন কর্মচারী।

তিনি বলেন, মেশিন দিয়ে ভাঙারি মালামাল ভাঙার সময় পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তার চারজন দগ্ধ হন।

রবি মিয়া নামের আরেক ব্যক্তি জানান, বন্ধুর ‘দোহার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ গিয়েছিলেন তিনি। ভাঙারির দোকান আর ওয়ার্কশপটি পাশাপাশি। ওয়ার্কশপের সামনেই কাজ করছিল তিন কর্মচারী। বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে গেলে তারাও দগ্ধ হন।

দগ্ধদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা কেমন সে বিষয়ে তাৎক্ষণিক চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়