নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৩, ২৭ অক্টোবর ২০২০
মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৭

ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান ভাঙ্গা মসজিদ সংলগ্ন একটি ভাঙারি দোকানে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আবদুল আলিম (৫০), কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩) ও আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের তিন কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।
দগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আবুল কাশেম নামের একজন জানান, ওই ভাঙারি দোকানের ভেতরে ছিলেন মালিক আবদুল আলিমসহ আরও তিন কর্মচারী।
তিনি বলেন, মেশিন দিয়ে ভাঙারি মালামাল ভাঙার সময় পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তার চারজন দগ্ধ হন।
রবি মিয়া নামের আরেক ব্যক্তি জানান, বন্ধুর ‘দোহার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ গিয়েছিলেন তিনি। ভাঙারির দোকান আর ওয়ার্কশপটি পাশাপাশি। ওয়ার্কশপের সামনেই কাজ করছিল তিন কর্মচারী। বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে গেলে তারাও দগ্ধ হন।
দগ্ধদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা কেমন সে বিষয়ে তাৎক্ষণিক চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন