Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ২৯ অক্টোবর ২০২০

মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবু বক্কর শাহ হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অন‍াদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন ভোরে গাংনী উপজেলার করমদী গ্রামের কৃষক আবু বক্কর শাহ মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় তাকে বাড়ির পাশেই রাস্তায় ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলা নং-সেশন২১/২০০১। মামলা চলাকালে আসামিদের মধ্যে দু’জন মারা গেছেন। আর একজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বাকি আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. কামরুল হাসান।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়