নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবু বক্কর শাহ হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন ভোরে গাংনী উপজেলার করমদী গ্রামের কৃষক আবু বক্কর শাহ মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় তাকে বাড়ির পাশেই রাস্তায় ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলা নং-সেশন২১/২০০১। মামলা চলাকালে আসামিদের মধ্যে দু’জন মারা গেছেন। আর একজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বাকি আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. কামরুল হাসান।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন