নিজস্ব প্রতিবেদক
সালিশে বীর মুক্তিযোদ্ধা হত্যা, গ্রেপ্তার ২

ফাইল ছবি
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে (৬৫) পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।
আব্দুল লতিফ খানের ছেলে হাবিব খান বাদী হয়ে শনিবার ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা করেন। মামলার পর দুপুরে মটরা এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি লিটন (৪০) ও উজ্জ্বলকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান হত্যার ঘটনায় বাসাইল থানায় একটি মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজের পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। এরপর তা মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে সালিশের আয়োজন করা হয়।
সালিশের মধ্যে কথাকাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন।
এরপর গুরুতর আহত অবস্তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানীয়রা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন