Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ২ নভেম্বর ২০২০

পুরুষকে ফাঁসাতে গিয়ে মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

ফাইল ছবি

ফাইল ছবি

পুরুষকে ফাঁসাতে গিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করেন লিলিফা বানু নামে এক নারী। কিন্তু শেষমেষ সেই মামলায় নিজেই ফেঁসে গেলেন। এ মামলায় লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

আদালতের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০১৯ সালের ২২ জুন রাতে বাড়ির নিজ কক্ষে একা ছিলেন লিলিফা বানু। রাতেই একই গ্রামের রুহুল আমিন কৌশলে ঘরের দরজা খুলে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। পরে বিচারক পুলিশকে মামলার তদন্তের নির্দেশ দেন।

সাক্ষী প্রমাণে জানা যায়, শত্রুতার জেরে রুহুল আমিনকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে রহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়