Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ৩ নভেম্বর ২০২০

সেই দুই বোনকে সম্পত্তির কাগজপত্র দাখিলের নির্দেশ

মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা

মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা

সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সম্পত্তি দাবির পক্ষে দুই মেয়ে ও দ্বিতীয় স্ত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ৯ নভেম্বরের মধ্যে তা হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে। সে পর্যন্ত গুলশান থানা পুলিশকে দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে আদালত। 

সেই সঙ্গে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা যাতে গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের ওই বাসায় বিনাবাধায় যাতায়াত করতে পারেন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আনজু কাপুর ও দুই মেয়ে মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে নিয়ে গুলশান থানার ওসি মঙ্গলবার আদালতে হাজির হলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুই মেয়ের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আনজু কাপুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ রেজা সোবহান।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “আজ দুই মেয়ে মুশফিকা মোস্তফা, মোবাশশারা মোস্তফা এবং মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আনজু কাপুর আদালতে হাজির হয়েছিলেন।

“তারাই বলেছেন মোস্তফা জগলুল ওয়াহিদের সম্পত্তি দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র তারা দাখিল করবেন। পরে আদালত আগামী ৯ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে হলফনামা আকারে সম্পত্তির কাগজপত্র দাখিল করতে বলেছেন।”

বাবার বাড়িতে ঢুকতে দুই বোনের বাধা পাওয়ার খবর সংবাদ মাধ্যমে দেখে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় হাই কোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয় আদেশ দেয়।

আদেশে দুই বোনকে তাদের বাবার বাড়িতে ঢোকার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ওই বাসায় দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই বোন ও মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মঙ্গলবার হাই কোর্টে হাজির থাকতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

উচ্চ আদালতের আদেশের পর ওই রাতেই দুই ভাতিজিকে তাদের বাবার বাড়িতে তুলে দেয় গুলশান থানার পুলিশ এবং আদালতের নির্দেশমত মঙ্গলবার সকালে দুই বোন ও আনজু কাপুরকে নিয়ে আদালতে হাজির হন গুলশান থানার ওসি।

গুলশান দুই নম্বরে ৯৫ নম্বর রোডের চার নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতে ফেরদৌস ওয়াহিদের প্রয়াত ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আনজু কাপুর থাকেন।

জগলুলের প্রথম স্ত্রীর দুই সন্তান মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফার অভিযোগ, গত ১০ অক্টোবর তাদের বাবার ‍মৃত্যুর পর ওই বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পান তারা।

মুশফিকা-মোবাশশারার মায়ের সঙ্গে ২০০৫ সালে বিচ্ছেদের পর ভারতীয় নাগরিক আনজু কাপুরকে বিয়ে করেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জগলুল।

দুই বোন যেমন বাবার বাড়িতে ঢুকতে বাধা পাওয়ার অভিযোগ পুলিশকে করেছেন; তেমনি আনজু কাপুরও পাল্টা জিডি করেছেন থানায়। তাতে তিনি দাবি করেছেন, দুই বোন জোর করে ওই বাড়িতে ঢুকেছেন।

গুলশানের ১০ কাঠা প্লটের ওই বাড়ির মালিক ছিলেন জগলুল ওয়াহিদ। বিচ্ছেদের পর তার প্রথম স্ত্রী গুলশানেই অন্য এক বাসায় ওঠেন। মুশফিকা ঢাকায় তার মায়ের সঙ্গে থাকেন। আর মোবাশশারা স্বামীর সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রে।

গত ১০ অক্টোবর বাবার মৃত্যুর পর দাফন শেষে দুই বোন বাবার বাড়িতে ঢুকতে গিয়েছিলেন। বাধা পাওয়ার ঘটনা জানিয়ে ১২ অক্টোবর তারা গুলশান থানায় জিডি করেন।

অন্যদিকে ভারতের বেঙ্গালুরুতে জন্ম দেওয়া আনজু কাপুর প্রায় এক দশক ধরে ঢাকায় বসবাস করছেন। তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী, আরিয়ানা স্টাইলস লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। বলিউডের তরুণ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ধীরাজ কাপুর তার ছোট ভাই। আনজু পুলিশকে বলেছেন, জগলুল ওয়াহিদ তার সম্পত্তির এক-তৃতীয়াংশ তাকে উইল করে গেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়