Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ৩ নভেম্বর ২০২০

চসিকের সাবেক মেয়র নাছির করোনায় আক্রান্ত

আ জ ম নাছির উদ্দীন

আ জ ম নাছির উদ্দীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।

গত এক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছিলেন আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। কিন্তু করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়